spot_img

চীনা ভ্যাকসিন নিলেই শিথিল হবে চীনের ভিসার নিয়মকানুন

অবশ্যই পরুন

হংকং থেকে বিদেশিরা চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে চাইলে চীনে তৈরি ভ্যাকসিন নিলেই তাদের ভিসা আবেদনের নিয়মকানুন শিথিলযোগ্য হবে বলে জানিয়েছে চীন।

শুক্রবার চীনে সরকারি এক ঘোষণায় এই নতুন  নিয়ম জারি করা হয়। সেখানে বলা হয় চীন এবং অন্যান্য দেশগুলোর মধ্যে সামাজিক আদান-প্রদানের বিষয়টি সুশৃঙ্খলভাবে পুনরায় চালু করা হবে।

চীনের মূল ভূখণ্ডে কাজ করতে আসা বিদেশিদের চীনা ভ্যাকসিন নেওয়ার প্রমাণ থাকলে ভিসা আবেদনের কাগজপত্রের কাজ সহজ হবে।

এই ভ্যাকসিন নেওয়া থাকলে তারা ভ্রমণের ক্ষেত্রেও কোভিড-১৯ নিষেধাজ্ঞা কিংবা ট্রাভেল ডিক্লারেশন ফর্ম পূরণের ঝামেলাও এড়ানো যাবে।

পরিবারের যত্ন নেওয়া কিংবা শেষকৃত্যে অংশগ্রহণ ইত্যাদি মানবিক উপলক্ষগুলোর ক্ষেত্রে চীনা ভ্যাকসিন নেওয়া থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা। তবে অন্যান্য আবেদনকারীদের আগের পদ্ধতিতেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়।

ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাতকরণের পশ্চিমা দেশগুলোর সাথে প্রতিযোগিতার মধ্যে দেশে উৎপন্ন ভ্যাকসিনের প্রচারণার মধ্যেই নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে চীন।

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী বছরের জুলাইয়ে হতে যাওয়া টোকিও অলিম্পিকে ও আগামী বছর বেইজিং এ অনুষ্ঠিত হতে যাওয়া উইন্টার অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভ্যাকসিন সরবরাহ করবে চীন।

এদিকে বেশিরভাগ পশ্চিমা দেশগুলো এখনো পর্যন্ত চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। চীনা কোম্পানিগুলো তাদের ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্যও জানায়নি। তবে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে চীন তাদের ভ্যাকসিনের সফলতা পেয়েছে। সেখানে জিম্বাবুয়ে এবং নিরক্ষীয় গিনির মত দেশগুলো বেইজিং এর ভ্যাকসিন পেয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

সর্বশেষ সংবাদ

ব্রিকসে সহযোগী দেশ হলো ইন্দোনেশিয়া

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ