চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে ৩-২ গোলে জিতেও পরের রাউন্ডে ওঠা হয়নি জুভেন্টাসের। যে কারণে দলটিকে নিয়ে হতাশ সাবেক তারকারা। হতাশ তারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। জুভেন্টাসের সমর্থকেরা তো রীতিমতো খলনায়ক বানিয়ে দিয়েছেন রোনালদোকে। আর দলটির সাবেক সভাপতি জিওভান্নি কোবোল্লি তো কোনো রাখঢাক না রেখেই বলেছেন, রোনালদোকে বিক্রি করে দেওয়া উচিত! এমন এক অবস্থার মধ্যে পড়েও মোটেও ভেঙে পড়েননি সিআর সেভেন। তিনি উল্টো জানিয়েছেন, ‘সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো ভেঙে পড়ে না!’
সমালোচনা করলেও কোবোল্লির চোখে রোনালদোই সত্যিকারের চ্যাম্পিয়ন খেলোয়াড়। তবে সিআর সেভেন সত্যিকারের চ্যাম্পিয়ন বলেছেন তার সতীর্থদের, তার দলকে। জুভেন্টাসের পরের ম্যাচটি সিরি ‘আ’তে, কালিয়ারির বিপক্ষে। সেই ম্যাচ দিয়ে জুভেন্টাস ঘুরে দাঁড়াবে বলে আশা করেন রোনালদো, ‘সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো ভেঙে পড়ে না। আমাদের পুরো মনোযোগ এখন কালিয়ারি ম্যাচে। আমরা এখন সিরি ‘আ’, ইতালিয়ান কাপ আর এ মৌসুমে অন্য যা কিছু জিততে পারি; সেদিকেই মনোযোগ দিচ্ছি।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেকবারই চরাই-উতরাই এসেছে রোনালদোর। তবে প্রতিবারই এ তারকা ঘুরে দাঁড়িয়েছেন। তাই এবারও এর ব্যতিক্রম হবে না ভালো করেই জানেন তিনি, ‘জীবনে পা হড়কানোর পর যত দ্রুত শক্তভাবে উঠে দাঁড়ানো গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর যে জুভেন্টাসে রোনালদোর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেছে। তবে এ ব্যাপারটি নিয়ে ভাবছেন না সিআর সেভেন, ‘এটা সত্যি যে অতীত জাদুঘরেই থাকে। কিন্তু সৌভাগ্যবশত ফুটবলের স্মৃতি রয়ে যায়…আমার ক্ষেত্রেও তাই।’ রোনালদো এর সঙ্গে যোগ করেছেন, ‘ইতিহাস বাতিল করে দেওয়া যায় না…যারা এগুলো বোঝে না তারা কখনোই সাফল্য পেতে পারে না।’