কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে চার জনের। গুরুতর আহত হন আরও দু’জন। শনিবার বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে দেশটির জরুরি মন্ত্রণালয়।
রাজধানী নুর সুলতান থেকে আলমাটি যাচ্ছিলো এ-এন টোয়েন্টি সিক্স বিমানটি। অবতরণের আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। রানওয়ের শেষ প্রান্তে বিস্ফোরিত হয় বিমানটি। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির অধীনে থাকা বিমানটি ব্যবহৃত হতো সীমান্ত রক্ষীদের যাতায়াতে।