আক্রমণভাগে দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগছে বার্সেলোনা। আবার লিওনেল মেসিকে ধরে রাখতে শক্তিশালী দল গড়তে চায় কাতালান ক্লাবটি। বার্সেলোনার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা নির্বাচিত হয়েই ঘোষণা দেন, মেসিকে ধরে রাখতে সবকিছুই করবেন। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করা লাপোর্তার নজর আর্লিং ব্রট হালান্দের দিকে। ২০ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে গ্রীষ্মকালীন দলবদলে ন্যু ক্যাম্পে আনতে চান লাপোর্তা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
সময়ের অন্যতম সেরা এই স্ট্র্রাইকারকে দলে পেতে খরচ করতে হবে ১০০ মিলিয়ন ইউরোরও বেশি। এমনটাই ধারণা বৃটিশ দৈনিক ডেইলি মেইলের। হালান্দের আকাশছোঁয়া মূল্যের কারণ তার ধারাবাহিক পারফরমেন্স।
গত মৌসুমে অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালসবুর্গ ও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৪০ ম্যাচে ৪৪ গোল ও ১০ অ্যাসিস্ট করেছিলেন। চলমান মৌসুমে এরই মধ্যে ৩১ গোল ও ৮ অ্যাসিস্ট হালান্দের। এই ‘গোল্ডেন বয়’কে পেতে আগেই লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। আর্থিকভাবে দৈন্যদশার মধ্যেও বার্সেলোনা হালান্দের দিকে হাত বাড়িয়েছে। এর পেছনের কারণও জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। তারা লিখেছে, হালান্দকে কেনার অর্থ জোগাড় করতে বার্সেলোনা বিক্রি করে দিতে পারে ফিলিপে কুতিনহো, অঁতোয়ান গ্রিজম্যান, সামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো ও মার্টিন ব্র্যাথওয়েটকে।
লাপোর্তা তার প্রথম মেয়াদে এনেছিলেন রোনালদিনহো, থিয়েরি অঁরি, জ্লাতান ইব্রাহিমোভিচদের মতো তারকাদের। হালান্দের এজেন্ট মিনো রাইওলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক লাপোর্তার। রাইওলা ইব্রাহিমোভিচেরও এজেন্ট ছিলেন। সেসময় এই সুইডিশ তারকাকে রাইওলার মাধ্যমেই বার্সায় এনেছিলেন লাপোর্তা।