শিক্ষানীতি আরও পর্যালোচনা করে যুগোপযোগী করা প্রয়োজন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কীভাবে জ্ঞান-বিজ্ঞানে, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ জাতি গঠন করা যায় তা নিয়ে কাজ হচ্ছে।
শনিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে খুব দ্রুত আমাদের প্রযুক্তি বদলে যাচ্ছে। আমরা করোনাকালে দেখেছি, কীভাবে অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। তৃণমূল পর্যায়ে প্রযুক্তি পৌঁছে গেছে। প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা সবাই গ্রহণ করছে।
এ সময় শিক্ষামন্ত্রী করোনাকালে সঠিক সময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে কী লক্ষ্যে গড়ে তুলতে পারি সে উদ্দেশ্যে নিয়েও কাজ করছি আমরা।
সব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও তাদের মধ্যে মূল্যবোধ তৈরিতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে উল্লেখ করে মাদরাসার শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামের খেদমতে কাজ করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী যত কাজ করেছেন এর আগে কোনো সরকার করেনি।
তিনি বলেন, অনেকেই ইসলামের দোহাই দিয়ে অপরাজনীতি করার চেষ্টা করেছে। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। কোথাও যেন ইসলামের ভুল ব্যাখ্যা করে জঙ্গিবাদ তৈরি না হয়। যারা দেশে জ্বালাও-পোড়াও করছে, সন্ত্রাস করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
সভায় মাদরাসা শিক্ষা ব্যবস্থায় যেন সাধারণ শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা নিয়মিত থাকে সে বিষয়ে পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এসে যেন টিকতে পারে, তেমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জনাব হারুন অর রশিদ।