আহমেদাবাদে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম টি-টোয়েন্টিতে আট উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এই হারে মূল দায়টা স্বাগতিক ব্যাটসম্যানদের। সফরকারীদের সামনে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিতে পেরেছিলেন বিরাট কোহলিরা। ওই লক্ষ্য ২৭ বল হাতে রেখেই টপকে যায় ইংল্যান্ড।
এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরা। পাঁচ বল খেলেও শূন্য রানে সাজঘরে ফেরত গেছেন তিনি। একমাত্র শ্রেয়ার্স আয়ার ছাড়া কোনো ভারতীয় ব্যাটসম্যানই ভালো করতে পারেননি। ম্যাচশেষে কোহলি জানিয়েছেন, উইকেটের কারণেই শট খেলতে পারেননি তারা।
কোহলি বলেন, ‘আমরা যেসব শট খেলতে চেয়েছি, উইকেটের কারণে তা পারিনি। শ্রেয়াস আইয়ার আমাদের দেখিয়েছে কীভাবে ক্রিজ ব্যবহার করে বাউন্স সামাল দিতে হবে। আমাদের গড়পড়তা ব্যাটিংয়ের সুযোগে ইংল্যান্ড ম্যাচটা নিজেদের করে নিয়েছে।’
তবে নিজেদের দায়ও দেখছেন ভারতীয় অধিনায়ক, ‘আমরা বেশ কিছু জিনিস চেষ্টা করেছি। কিন্তু আপনাকে কন্ডিশনের দিকেও খেয়াল রাখতে হবে। যদি পিচ আপনাকে অনুমতি না দেয়, তাহলে আপনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে পারবেন না। আমরা পিচ বোঝার জন্য যথেষ্ঠ সময় মাঠে থাকতে পারিনি। শ্রেয়াস করেছে কিন্তু আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আপনার ভালো-খারাপ দিন আসবে। আপনি নিজের দিনে এর চেয়ে আরও অনেক বেশি রান করবেন আবার অনেকদিন কোনোকিছুই কাজে লাগবে। নিজের পরিকল্পনায় যেমন অটল থাকতে হবে, তেমনি এটিও মাথায় রাখতে হবে যে বোলিং দলও তাদের পরিকল্পনা কাজে লাগাতেই মাঠে নেমেছে।’