spot_img

২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণে নিষ্পত্তি হচ্ছে ফ্লয়েড হত্যা মামলা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশ কর্মকর্তার হাঁটুচাপায় নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ (২৭ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কাউন্সিল। এই বড় অংকের ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মিমাংসা করার প্রস্তাব স্থানীয় সময় শুক্রবার (১২ মার্চ) নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে রাস্তায় চেপে ধরলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গত বছরের জুলাই মাসে মিনিয়াপোলিস নগর কাউন্সিলসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফ্লয়েডের পরিবার।

ঘটনার দিন মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করেন পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে তাকে আটক করা হয়।

এরপর একই বছরের অক্টোবর মাসে ১০ লাখ ডলার মুচলেকায় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। চলতি বছরের মার্চ মাসে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর কথা ছিল। তবে এর আগেই নিহত ফ্লয়েডের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হলো।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে- ক্ষতিপূরণের ঘোষণার দেওয়ার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। (ভাইয়ের মৃত্যুতে) আমাদের হৃদয় ভেঙে গেছে। এরপরও জেনে ভালো লাগছে যে, কিভাবে বেঁচে থাকতে হয় এটা সারা বিশ্বকে দেখিয়েছেন জর্জ ফ্লয়েড।’

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, ‘এটি (ফ্লয়েডের মৃত্যুর মামলার মিমাংসা) ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি। এই ক্ষতিপূরণ যে কঠোর বার্তাটি দিচ্ছে, তা হলো- কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশের বর্বরতার অবসান ঘটাতে হবে। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে- কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ।’

সূত্র: বিবিসি, আলজাজিরা

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ