একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে ক্রমেই পদত্যাগের চাপ বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট আইনপ্রণেতা গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে অ্যান্ড্রু কুয়োমোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৩ বছর বয়সী নিউইয়র্কের এই গভর্নরের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই সবগুলো অভিযোগেই তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। আর এবার ষষ্ঠ আরেকজন নারী কুয়োমোর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। এরপরই গভর্নরের পদ ছেড়ে দিতে তার প্রতি আহ্বান জানান শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ৫৫ জনেরও বেশি ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতা পদত্যাগের আহ্বান জানিয়ে অ্যান্ড্রু কুয়োমোকে চিঠি দিয়েছেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে সর্বশেষ নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেজান্দ্রিয়া ওকাশিও-কর্তেজ এবং প্রবীণ কংগ্রেস সদস্য জেরি ন্যাডলার নিউইয়র্কের গভর্নরের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। যৌন হয়রানি নিয়ে সর্বশেষ অভিযোগসহ এ পর্যন্ত প্রকাশ্যে আসা সকল অভিযোগের বিষয়ে তার দাবি, ‘আমি এধরনের কোনো কিছুই করিনি।’
শুক্রবার দেওয়া এক যৌথ বিবৃতিতে কংগ্রেস সদস্য আলেজান্দ্রিয়া ওকাশিও-কর্তেজ এবং কংগ্রেস সদস্য জামাল বোম্যান বলেন, ‘(যৌন হয়রানির অভিযোগ করা) এই নারীদের আমরা বিশ্বাস করি, (যৌন হয়রানির অভিযোগ নিয়ে) প্রকাশিত সংবাদকে আমরা বিশ্বাস করি, অ্যাটর্নি জেনারেলসহ নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার ৫৫ জন আইনপ্রণেতাকে আমরা বিশ্বাস করি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এতোগুলো অভিযোগ ও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গভর্নর কুয়োমো কোনোমতেই আর কার্যকরভাবে দায়িত্বপালন করতে পারেন না।’
গভর্নর অ্যান্ড্রু কুয়োমোও একজন ডেমোক্র্যাট নেতা। অঙ্গরাজ্যের রাজনীতিতে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক শহরের মেয়র বিল দ্য ব্লাসিও। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, যৌন হয়রানি নিয়ে অ্রান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে ওঠা সর্বশেষ অভিযোগ ন্যাক্কারজনক এবং এর কারণে তিনি আর গভর্নর হিসেবে দায়িত্বপালন করতে পারেন না।
এর আগে গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন কুয়োমোর সাবেক স্বাস্থ্যনীতি উপদেষ্টা শার্লট ব্যানেট (২৫)। তার আগে একই অভিযোগ এনেছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য প্রশাসনের সাবেক কর্মকর্তা লিন্ডসে বয়লান।
নিউইয়র্ক টাইমসকে ব্যানেট জানিয়েছিলেন, গভর্নর কুয়োমো তাকে বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেন। একবার তিনি ব্যানেটকে প্রশ্ন করেছিলেন, বয়সের পার্থক্যকে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বাধা বলে মনে করেন কি না।
কুয়োমো তাকে আরও বলেন, যেসব নারীর বয়স বিশের কোঠায়, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে বরাবরই তিনি স্বাচ্ছ্যন্দবোধ করেন। এই বক্তব্যের মাধ্যমে কুয়োমো তাকে পরোক্ষভাবে প্রথমবারের মতো শারিরীক সম্পর্কের প্রস্তাব দেন বলে সাক্ষাৎকারে জানান ব্যানেট।
এদিকে চলতি ফেব্রুয়ারির প্রথম দিকে লিন্ডসে বয়লান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, অ্যান্ড্রু কুয়োমো তাকে জোর করে একাধিকবার চুম্বন করেছেন এবং নিজের ব্যক্তিগত উড়োজাহাজে প্রমোদ ভ্রমণে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
বয়লান আরও অভিযোগ করেন, কুয়োমো তাকে নিজ কক্ষে ডেকে কয়েকবার তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন।
গত দশ বছরেরও অধিক সময় ধরে নিউইয়র্কের গভর্নরের দায়িত্বে থাকা কুয়োমো সম্প্রতি বেশ চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে নিউইয়র্কে করোনায় মৃতদের সংখ্যা গোপন করারও অভিযোগ রয়েছে।
সূত্র: বিবিসি