ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত সব অঞ্চল এখন থেকে সমকামীদের জন্য স্বাধীন অঞ্চল হিসেবে বিবেচিত হবে। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউরোপীয় পার্লামেন্টের ৪৯২ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন, ১৪১ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন এবং ৪৬ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। প্রস্তাবটি ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায়’ পাস হওয়ায় এর প্রশংসা করেছেন পার্লামেন্টের জার্মান সদস্য ও প্রস্তাবের পক্ষে কাজ করা অন্যতম কর্মী টেরি রেইন্টকে। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘চলুন এটা ব্যবহার করি। চলুন এটিকে দৃঢ় রাজনৈতিক পদক্ষেপে পরিণত করি: আরও ভালো আইন, আরও ভালো প্রয়োগ, আরও ভালো সুরক্ষা। আমরা সবাই মিলে এটি করতে পারব।’
ইইউ’র প্রস্তাবনায় বলা হয়, ‘এলজিবিটিকিউ ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো জায়গায় কোনো অসহিষ্ণুতার ভয়, বৈষম্য ও নিপীড়ন ছাড়াই বসবাসের স্বাধীনতা উপভোগ করবে এবং প্রকাশ্যে তাদের যৌন দৃষ্টিভঙ্গি ও লৈঙ্গিক পরিচয় প্রকাশ করতে পারবে।’ এতে আরও বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়নের সকল স্তরের প্রশাসন এলজিবিটিকিউসহ সবার সমতা ও মৌলিক অধিকার রক্ষা ও উন্নীত করবে।’
প্রস্তাবটি বৃহস্পতিবার পার্লামেন্টে বিতর্কে যাওয়ার আগেই এর প্রতি সমর্থন জানিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। বুধবার টুইটে তিনি লেখেন, ‘নিজের মতো হওয়া কোনো আদর্শ নয়। এটি আপনার পরিচয়। কেউ এটা কেড়ে নিতে পারবে না। ইইউ আপনার বাড়ি। ইউ এলজিবিটিকিউদের জন্য স্বাধীন অঞ্চল।’
সূত্র : বিবিসি