spot_img

কাতার ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেদেরার

অবশ্যই পরুন

কোর্টে ফেরাটা স্মরনীয় করে রাখতে পারলেন না সুইস তারকা রজার ফেদেরার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাকে। এদিন হেরেছেন আসরের শীর্ষ বাছাই দিয়াগো থিয়েমও।

দীর্ঘ ১৩ মাস পর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছিলেন ফেডেক্স। যেখানে আসরের অন্যতম ফেভারিটও ছিলেন ফেদেরার। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অবাছাই জর্জিয়ার নিকোলসের বিপক্ষে প্রথম সেট অনায়াসেই জেতেন তিনি। তবে ২য় সেট ৬-১ জিতে ম্যাচে ফিরে আসেন নিকোলস। আর শেষ সেটে ৭-৫’এ ফেদেরারকে হারিয়ে অঘটনের জন্ম দেন জর্জিয়ার এই অবাছাই খেলোয়াড়।

ফেদেরার পথ অনুসরণ করেছেন আসরের শীর্ষ বাছাই দিয়াগো থিয়েমও। স্প্যানিশ রবার্তো বাউতিস্তার কাছে প্রথম সেট টাইব্রেকে হেরে বসেন থিয়েম। ২য় সেটে অবশ্য ৬-২’এ জিতে ম্যাচে ফিরে আসেন থিয়েম। তবে শেষ সেটে লড়াই করেও ৬-৪ পয়েন্ট ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেন থিয়েম। সেমিফাইনালে বাউতিস্তার প্রতিপক্ষ আন্দ্রে রুদলেভ।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ