spot_img

ভারত আর গণতান্ত্রিক দেশ নেই: রাহুল গান্ধী

অবশ্যই পরুন

ভারত এখন আর গণতান্ত্রিক দেশ নেই বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সম্প্রতি সুইডিস ইনস্টিটিউট থেকে থেকে প্রকাশিত একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এমন কথা বলেন।

সুইডেনের ভ্যারাইটিস অব ডেমোক্র্যাসি ইনস্টিটিউটের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারত এখন সেন্সরশিপের ক্ষেত্রে পাকিস্তানের মতোই স্বৈরাচারী এবং প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের চেয়েও ভারতের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে।

ওই প্রতিবেদন ট্যাগ করে টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ‘ভারত এখন আর গণতান্ত্রিক দেশ নেই।’ প্রসঙ্গত, সুইডেনের ওই ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র’ ভারতকে ‘নির্বাচনী গণতন্ত্রের’ দেশ হিসেবে অবনমন করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদনেও বলা হচ্ছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতে ক্রমেই মুক্ত চিন্তার পরিসর কমছে। সঙ্কুচিত হয়েছে রাজনৈতিক স্বাধীনতা। এছাড়া কমছে গণতান্ত্রিক পরিসরও।

ফ্রিডম হাউজের প্রতিবেদনে আরও বলা হচ্ছে, স্বাধীন দেশ হিসেবে ভারতের অবস্থান বর্তমানে ‌‘মুক্ত’ পর্যায় থেকে ‘আংশিক মুক্ত’ পর্যায়ে নেমে এসেছে। পরপর প্রকাশিত ওই দুটি প্রতিবদন ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ