spot_img

গণধর্ষণের অভিযোগে ৯ বছরের জেল বহাল ব্রাজিল তারকার

অবশ্যই পরুন

গণধর্ষণের অভিযোগ থেকে মুক্তির আশায় বারবার আবেদন করেও কাজ হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা রবিনহোর। ব্রাজিলের ফুটবল তারকার নয় বছরের জেল হাজতের শাস্তি বহাল রেখেছে মিলানের আদালত।

আলবেনিয়ার এক তরুণী ২০১৭ সালে এক নাইটক্লাবে ২৩তম জন্মদিন পালন করছিলেন। রবিনহোর সঙ্গেই তার বন্ধু রিচার্ড ফ্যালকোর বিরুদ্ধে সেই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ৩৭ বছরের এই তারকা ফুটবলার ওই বছরই দোষী সাব্যস্ত হন।

গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলাকালীন রবিনহো এবং তার প্রতিনিধি তদন্তকারী আধিকারিকদের বারবার বিপথে চালনা করেছেন। এমনটাই নাকি জানানো হয়েছে মিলানের কোর্ট অফ আপিলে। রবিনহোর সঙ্গেই তার বন্ধু রিচার্ড ফালকোর শাস্তি বহাল থাকছে।

তদন্তে জানা যায়, রবিনহো এবং ধর্ষণে জড়িত অন্যান্যরা মেসেজ আদানপ্রদান করেন। সেখানেই রবিনহো বলেছিলেন, তরুণী পুরোপুরি মদ্যপ। এই ঘটনায় ২০১৭ সালে ইতালির এক আদালত রবিনহোকে ৮ বছরের জেল হাজতের শাস্তি ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আবেদন করার পরে মিলানের আদালত গত বছর ডিসেম্বর সেই শাস্তিই ধরে রাখে।

ইতালির সর্বোচ্চ আদালতে আবেদন করার জন্য এখনও ৪৫ দিন সময় পাবেন রবিনহো। শীর্ষ আদালতের রায়ের ওপরেই নির্ভর করবে রবিনহোর হাজতবাসের মেয়াদ।

রবিনহো অবশ্য বরাবর বলে এসেছেন সম্মতির ভিত্তিতেই যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। তিনি চলে যাওয়ার পরে নাকি তার বন্ধু যৌনতায় লিপ্ত হন। রবিনহো বলছেন, তার একটাই অনুশোচনা- স্ত্রী ভিভিয়ানের সঙ্গে প্রতারণা করেছেন তিনি!

সর্বশেষ সংবাদ

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ