spot_img

মুজিববর্ষের অনুষ্ঠানে প্রবেশে লাগবে করোনার নেগেটিভ সার্টিফিকেট

অবশ্যই পরুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রবেশ করতে হলে করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

বুধবার (১০ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসময় উপস্থিত ছিলেন।

কামাল আবদুল নাসের বলেন, বিভিন্ন সেক্টরের ৫০০ জনকে (প্রতিদিনের জন্য) অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হবে। যেহেতু স্বাস্থ্যবিধি মানতে হবে, সেজন্য যারা দাওয়াত পাবেন আমরা তাদের প্রত্যেককে বলে দিচ্ছি যে করোনা পরীক্ষা করতে হবে এবং এটা বাধ্যতামূলক।

তিনি বলেন, নেগেটিভ রিপোর্ট তারা সঙ্গে নিয়ে আসবেন, যাতে সেখানে অন্য কোনো পরিস্থিতি তৈরি না হয়। আমরা চাই এ কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে একটি সুন্দর অনুষ্ঠান করতে। আমরাও দেখাতে চাই, এরকম পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠান করার সক্ষমতা আমাদের আছে।

যে প্যারেড গ্রাউন্ডে যাবে শুধু কি তার ক্ষেত্রেই এ সার্টিফিকেট লাগবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জ্বি, তাদের ক্ষেত্রেই। অনুষ্ঠান যেখানে হবে সেখানে যারা কাজ করবেন বা আমন্ত্রিত হবেন, তাদের ক্ষেত্রে।

তিনি বলেন, চারদিন ফিজিক্যালি প্রোগ্রাম হচ্ছে, সে চারদিনে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা থাকবেন। বাকি দিনগুলোর প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করব, কিন্তু সেটা ফিজিক্যালি থাকবে না। চারদিন ছাড়া বাকি দিনগুলোতে প্রোগ্রাম হবে কিন্তু আমরা অতিথি আমন্ত্রণ জানাচ্ছি না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

কামাল আবু নাসের বলেন, আমরা সীমিত আকারে এ অনুষ্ঠান করছি, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে। পুরো প্রোগ্রামটি সারা পৃথিবীতে সম্প্রচার করা হবে এবং সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। তৃণমূল থেকে শুরু করে সবাই যাতে দেখতে পারে সেভাবে আমাদের একটি প্রোডাকশন টিমও কাজ করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে পালন করা হবে, সেটি আমাদের সবার স্বার্থের জন্যই করতে হবে, বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ