spot_img

মেসিকে ছাড়াই এগিয়ে যেতে প্রস্তুত লা লিগা

অবশ্যই পরুন

চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ফুরাবে। কিন্তু এখনও নতুন করে চুক্তি করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তাই অনেকেই ধরে নিয়েছেন এবার কাতালানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত তেমনটা হলে তো বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে লা লিগা। তবে ব্যাপারটি নিয়ে একবারেই ভাবছেন না স্প্যানিশ এ টুর্নামেন্টের সভাপতি হ্যাভিয়ার তেবাস। সম্প্রতি মিশরীয় ক্যাবল চ্যানেল অনস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মেসিকে ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু  ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের জালে আটকে রাখা হয় তাকে। সে সময় তৎকালীন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন লা লিগা সভাপতি। তাদেরও এক কথা ছিল বার্সা ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো অর্থ দিয়েই ছাড়তে হবে মেসিকে। তবে মেসিকে ছাড়া এগিয়ে যাওয়ার প্রস্তুতিটাও নিচ্ছেন তা একই সঙ্গে জানিয়েছিলেন তেবাস, ‘আমরা বেশ কয়েক বছর ধরে মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি যাতে আর্থিক ঘাটতির সম্মুখীন না হই।’

তিনি আরও বলেন, ‘চুক্তির কারণে সে (মেসি) তখন বার্সেলোনা ছাড়তে পারেনি, তবে ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে বলেছিলাম। আমরা এই মুহূর্তে তাদের ছাড়াও আর্থিকভাবে এগিয়ে যেতে প্রস্তুত। ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছিল এবং এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল। তাই এখানেও আমার কিছু বলার নেই। তবে আমি সবসময়ই সেরা খেলোয়াড়দের লা লিগায় দেখতে চাই। এমনটা এর আগে নেইমারের ক্ষেত্রেও হয়েছিল।’

শেষ পর্যন্ত মেসি স্পেন ছাড়লে তার প্রভাব যে লা লিগায় পড়বে তাতে কোনো সন্দেহই নেই। ব্যাপারটি শিকারও করছেন তেবাস। বলেছেন, ‘আর্থিক ক্ষতি ২ বিলিয়ন ইউরোতে গিয়ে পৌঁছেছে। তবে আমরা নানাভাবে কমিয়ে এটা ১.১ বিলিয়ন ইউরো করার চেষ্টা করে যাচ্ছি।’

মেসিকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্ঠায় করবে বার্সেলোনা। এমনটাই আগেই জানিয়েছিলেন নতুন সভাপতি হুয়ান লাপোর্তা। এখন দেখার বিষয় এ ব্যাপারে ক্লাবটি কতটুকু সফল হয়।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ