ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে পৃথক নৌকাডুবির ঘটনায় ইউরোপগামী ৩৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সেখান থেকে এরই মধ্যে ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) তিউনিসিয়ার কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানিয়েছেন, সমুদ্রে ডুবে মারা যাওয়া সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। এখন পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে, তারাও সকলেই একই অঞ্চলের মানুষ।
তিনি আরও বলেন, নৌকা দুটি ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উদ্দেশে যাচ্ছিল। মূলত যাত্রা পথে সমুদ্র উত্তাল থাকায় নৌকাগুলো ডুবে যায়।
বিশ্লেষকদের মতে, দুর্ভিক্ষ, রাষ্ট্রীয় নিপীড়নের মুখে একটু ভালো থাকার আশায় প্রতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে পাড়ি জমান হাজারো মানুষ। আর এই পথে মৃত্যুও হয় অসংখ্য মানুষের।
উল্লেখ্য, ২০১৯ সালে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : আল-জাজিরা