spot_img

বাসযাত্রীর কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার

অবশ্যই পরুন

রাজশাহী নগরীতে স্বর্ণের দুইটি বারসহ দুই বাসযাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) রাত ৮টার দিকে নগরীর সিরোইল বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ থানাধীন মহারাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতান (৪৫) এবং তার ভাগনে আলিম নগর গ্রামের বদিউল আলমের ছেলে জামিল (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে স্বর্ণের বার দুটি নাটোরের একজন টিপুকে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে টিপু এর আগেও এই কাজ করেছে। এবিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি বাসে করে টিপু আসছিলেন। শিরোইল বাস টার্মিনালে মামার জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন ভাগ্নে জামিল। এসময় ভাগ্নের গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন এটিএসআই নাসির উদ্দিন। এসময় মামা টিপু বাস থেকে রাজশাহীতে নামলে তাকে তল্লাশি করে পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এটিএসআই নাসির উদ্দিন জানান, স্বর্ণের বার উদ্ধারের পর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ এসে টিপু ও জামিলকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যান।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটির ওজন ২৩৪ গ্রাম। নিয়ম অনুসারে বার দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে নিবারণ চন্দ্র বর্মণের অফিসিয়াল নম্বরে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, এর আগেও পৃথক দুটি ঘটনায় বাস যাত্রীর কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক স্বর্ণের বার উদ্ধার করে মহানগর পুলিশ।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ