ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (৯ মার্চ) নন্দীগ্রামে দলীয় সমাবেশে দেওয়া বক্তব্যে বিজেপিকে একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিজেপিকে উদ্দেশ করে তিনি বলেন, আমার সঙ্গে ‘হিন্দু কার্ড’ খেলবেন না।
বিজেপি নেতাদের উদ্দেশে তৃণমূল নেত্রী মমতা বলেন, যারা হিন্দু-মুসলিম বিভাজন করছেন, তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সঙ্গে ‘হিন্দু কার্ড’ খেলতে যাবেন না। আমার সঙ্গে ‘হিন্দু কার্ড’ খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা?
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার সেই কেন্দ্রের পরিবর্তে তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন।
সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। শুভেন্দু নন্দীগ্রাম আসন থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্য দিকে তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে পরাজিত করার কথা বলেছেন।
মঙ্গলবারের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, আমি ভবানীপুরে যা যা প্রয়োজন তার সবকিছু করে দিয়েছি। আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করতে চাই। আমি চাই এখানে কোনও ঘরে বেকার থাকবে না। আমি চাই নন্দীগ্রামে শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না। আগামী দিনে এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা আমাদের ইশতেহারে রাখছি।
মমতা আরও বলেন, এখানে ভোট আছে ১ এপ্রিল। ওদের (বিজেপি) এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে টাকা কী করতে হয় আপনারা জানেন। কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন। পরে জয় বাংলা, জয় তৃণমূল, জয় নন্দীগ্রাম স্লোগানের মধ্য দিয়ে মমতা তার বক্তব্য শেষ করেন।
সূত্র : পার্সটুডে