করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের সংখ্যাগরিষ্ঠই অতিরিক্ত ওজন ও স্থুলতার সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিসিডি। এ নিয়ে তারা গবেষণা করছিলেন এবং সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়।
এতে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের ২৭.৮ শতাংশের ছিল অতিরিক্ত ওজন এবং ৫০.২ শতাংশই ভুগছেন স্থুলতায়। গবেষণা চালাতে যুক্তরাষ্ট্র জুড়ে ২৩৮টি হাসপাতালের তথ্য সংগ্রহ করেছেন গবেষকরা। এতে ৭১ হাজার ৪৯১ জনের তথ্য নেয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব তথ্যের ওপর ভিত্তি করে গবেষণার ফল তৈরি করা হয়েছে।
কার অতিরিক্ত ওজন রয়েছে এবং কে স্থুলতায় ভুগছে তা নির্ধারণ করা হয়েছে বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স অনুসরণ করে। বিএমআই ২৫ এর ওপরে হলে তাকে ধরা হয় অতিরিক্ত ওজন। ৩০ এর ওপরে হলে ধরা হয় স্থুলতা।