spot_img

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার অশ্বিন

অবশ্যই পরুন

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের তারকা স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই অভিজ্ঞ স্পিনার।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মেয়ার্সকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের এই অলরাউন্ডার। ৪ টেস্টের সিরিজে অশ্বিন নিয়েছেন ৩২ উইকেট। করেছেন একটি সেঞ্চুরি। এর মধ্যে প্রথম টেস্টে ৯ উইকেট, দ্বিতীয় টেস্টে নেন ৮টি এবং দ্বিতীয় ইনিংসে করেন ১০৬ রানের। তৃতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। শেষ টেস্টে নেন ৮ উইকেট।

এ বছরের শুরু থেকে ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি। জানুয়ারির সেরা হয়েছিলেন ভারতের কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আর মেয়েদের সেরা হন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট। নিউজিল্যান্ডে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তিনি ৭১, অপরাজিত ৭২ ও অপরাজিত ৮৮ রানের ইনিংস উপহার দেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ