spot_img

জোয়াকিম ছাড়ছেন জার্মানির কোচের দায়িত্ব

অবশ্যই পরুন

২০১৪ বিশ্বকাপের স্মৃতিটা কি এখনো মনে করা যায় চাইলেই? তাহলে জোয়াকিম লোকেও মনে থাকার কথা। প্যান্ট-শার্টে কর্পোরেট কর্তার মতো এক ‘ভদ্রলোক’ দু হাত এক করে দাঁড়িয়ে আছেন ডাগ আউটে। কেবলই কি দাঁড়িয়ে থাকেন? জোয়াকিম তো সেবার বিশ্বকাপও জেতালেন জার্মানিকে।

সেই জোয়াকিম এবার ১৪ বছরের জার্মানিকে কোচিং করানোর ক্যারিয়ারের ইতি টানছেন। ২০০৬ সালে দেশটির হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামী ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরই জার্মানদের দায়িত্ব ছাড়বেন তিনি।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জোয়াকিম জানান, ‘আমি বেশ সচেতনভাবে, গর্বিত এবং অনেক কৃতজ্ঞতা জানিয়ে এই পদক্ষেপ নিচ্ছি, তবে একই সাথে এখনও আসন্ন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের অনুপ্রেরণা নিয়ে খেলতে চাই।’

তার অধীনে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি। ২০১৪ কনফেডারেশন কাপ জয়ের সময়ও দেশটির হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ