spot_img

মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৮১

অবশ্যই পরুন

 মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮১ জন আহত হয়েছে। সোমবার (৮ মার্চ) দেশটির রাজধানীর প্রধান শহর জোকালোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, সে দেশে নারীদের হত্যা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করেন নারী অধিকারকর্মীরা।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক হাজার নারী তাদের মেয়েদের নিয়ে পদযাত্রায় অংশ নেন। এক মেয়ে এক ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সেই ব্যানারে লেখা- ‘তারা আমাকে হত্যা করেনি, কিন্তু আমি ভয়ে থাকি’ এ শ্লোগান লেখা ব্যানার দেখে তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।

পদযাত্রায় অংশগ্রহণকারী নারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করতে কয়েকজন পুলিশ সদস্যের ঢালে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, পদযাত্রা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ৬২ জন পুলিশ ও ১৯ বিক্ষোভকারী আহত হয়েছে। সূত্র: বিবিসি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ