সারাবিশ্বে ৩০ কোটিরও বেশি লোককে করোনার টিকা দেয়া হয়েছে। সরকার, বিশেষজ্ঞ ও গণমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।
বিশ্বব্যাপী আনুমানিক ৩০ কোটি ১৪ লাখ লোককে করোনার টিকা দেয়া হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যার চেয়ে তা আড়াইগুণ বেশি। অর্থাৎ বিশ্বের জনসংখ্যার ৩.৮ শতাংশ লোক করোনার টিকা পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে বিশ্বের প্রায় ৭০ শতাংশ লোককে করোনার টিকা দিতে হবে।
ফেব্রুয়ারির শেষদিকে প্রতিদিন টিকা দেয়ার হার ৪.৪ শতাংশ হলেও এখন তা বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে।
বিশ্বে পাঁচটি দেশ টিকা দেয়ার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। এসব দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত ও ব্রাজিল। বিশ্বে টিকা গ্রহণকারীদের ৫০ শতাংশই এসব দেশের।