দলের প্রয়োজনে বল-ব্যাট হাতে যে কোন সময় জ্বলে উঠতে পারেন ফ্যাবিয়ান অ্যালান। ঠিক সেটাই সোমবার করে দেখালেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে বল হাতে দেখান জাদু। পরে ব্যাট হাতে তুলেন ঝড়। শেষ পর্যন্ত তার অলরাউন্ড নৈপুণ্যে সফরকারীদের হারিয়ে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ৪৩ রানে। তিন ম্যাচ সিরিজে তাই দলটি জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
এরআগে সোমবার বাংলাদেশ সময় সকালের অ্যান্টিগায় টস জিতে শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৩১০ রান। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় ৩ উইকেটে ও ৬ বল হাতে রেখে। এদিন আগে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে ফ্যাবিয়ান অ্যালান নেন ১টি উইকেট। আর ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলে ৬ বলে ৩ ছয়ে ২১ রান তুলে ক্যারিবীয়দের জয় এনে দেন তিনি।
সোমবার টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরু থেকেই ভুগতে থাকে ফ্যাবিয়ান অ্যালেনের ঘূর্ণিতে। ৯ বলে ৯ রান করে দানুশকা গুনাথিলাকাকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান অ্যালেন। তার পরের ওভারেই কেভিন সিনক্লেয়ারের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন নিরোশান ডিকওয়েলা। দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। এদিকে সফরকারীদের বিপদ আরও বাড়িয়ে দেন জেসন হোল্ডার। তার শর্ট বলে পাওয়ারপ্লের শেষ ওভারে পাথুম নিসাঙ্কা ক্যাচ দিয়ে ফেরেন।
লঙ্কানদের বিপর্যয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ওবেদ ম্যাকয়ের বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে। তবে শ্রীলঙ্কাকে পথ দেখান দীনেশ চান্দিমাল। তাকে সঙ্গ দেন আসেন বান্দারা। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন তারা। যে কারণে মাঝামাঝি পুঁজি পায় তারা। ৩ চার মারা চান্দিমাল ৪৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অপরপ রান্তে বান্দারা অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৪ রান করে। ৩ চার ও ২ ছক্কা হাঁকান তিনি।
জবাব দিতে নেমে দুই ওপেনার এভিন লুইস এবং লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন। তারা গড়েন ৩৭ রান। এরপরই স্পিনার হাসারাঙা ডি সিলভার বলে বলে এলবিডব্লিউ হন লুইস (২১)। নিজের পরের ওভারে এসে ডি সিলভা তুলে নেন সিমন্সের উইকেট (২৬ রান)। রানের খাতা খোলার আগেই অধিনায়ক কিরন পোলার্ড দুশমান্থা চামিরার শিকার হন। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কমে আসে রানের গতি।
এদিকে ক্রিস গেইলও নিজেকে সোমবার মেলে ধরতে পারেননি। ২০ বলে মাত্র ১৩ রান করে লক্ষন সান্দাকানের বলে আউট হন তিনি। তবে নিকোলাস পুরানের ১৮ বলে ২৩ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে টিকিয়ে রাখে। চামিরার দারুণ ডেলিভারিতে বোল্ড হন পুরান। এরপর দ্রুত ফিরেন রোভম্যান পাওয়েল (৭) আর ডোয়াইন ব্র্যাভো (০)। দুজনকে এক ওভারেই ফেরান সান্দাকান।
জয়ের জন্য সোমবার শেষ ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৭ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৮ তম ওভারে এসে ডি সিলভা পাঁচটি ডট বল করলেও একটি নো বল দেন এবং ফ্রি হিটে ছক্কা হজম করেন। ঐ ভারে ৭ রান যোগ হলে ১২ বলে ২০ রান প্রয়োজন হয় ওয়েস্ট ইন্ডিজের। আকিলা ধনঞ্জয়ার করা ১৯ তম ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে ঐ ওভারেই দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান অ্যালেন।
ওয়েস্ট ইন্ডিজকে অসাধারণ জয় এনে দেয়ায় ম্যাচের নায়ক বনে যান ফ্যাবিয়ান অ্যালান। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন তিনি। এদিকে
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ১৩১/৪ ( ২০ ওভার)চান্দিমাল ৫৪*, বান্দারা ৪৪*, ম্যাথিউস ১১; অ্যালেন ১/১৩, সিনক্লেয়ার ১/১৯
ওয়েস্ট ইন্ডিজ : ১৩৪/৭, (১৯ ওভার) সিমন্স ২৬, পুরান ২৩, অ্যালেন ২১*; সান্দাকান ৩/২৯, ডি সিলভা ২/১৩
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ৩-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: ফ্যাবিয়ান অ্যালান