spot_img

দেশে করোনার টিকা নিলেন প্রায় ৩৮ লাখ মানুষ

অবশ্যই পরুন

করোনাভাইরাস প্রতিরোধে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। আর নিবন্ধনকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

রোববার (৭ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক লাখ সাত হাজার ২০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এ সময়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন এবং নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। তাদের মধ্যে মোট ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিবন্ধনকারীর সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪।

এ পর্যন্ত ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে আট লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহীতে চার লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন টিকা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে নয় হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে তিন হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৩৬৪ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথমদিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি ব্যাপক হারে সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ সংবাদ

ইসলামের দৃষ্টিতে কুকুর-বিড়াল লালন-পালন কি জায়েজ?

দেশে পোষা-প্রাণী পালনে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে কুকুরের চেয়ে বিড়াল পালনে মানুষের আগ্রহ বেশি। তাই...

এই বিভাগের অন্যান্য সংবাদ