অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হল রোববার। এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসর।
সব মিলিয়ে প্রায় দুই বছর পর ঘরের মাঠে ফিরছে আইপিএল। এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ও বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ মে।
ভারতের মোট ৬টি ভেন্যুতে এবারের আইপিএলের ম্যাচগুলো হবে। সেই ছয় ভেন্যু হলো-কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ। প্লে অফ এবং ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সর্বমোট ৫৬ টি লিগ ম্যাচ আয়োজিত হবে।
এবারের আইপিএলে অংশ নেবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সে। পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
দেখে নিন আইপিএলের সূচি-
ম্যাচ তারিখ ভেন্যু ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
১ ৯ চেন্নাই মুম্বাই বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
২ ১০ মুম্বাই চেন্নাই বনাম দিল্লী রাত ৮টা
৩ ১১ চেন্নাই হায়দরাবাদ বনাম কলকাতা রাত ৮টা
৪ ১২ মুম্বাই রাজস্থান বনাম পাঞ্জাব রাত ৮টা
৫ ১৩ চেন্নাই কলকাতা বনাম মুম্বাই রাত ৮টা
৬ ১৪৭ চেন্নাই হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
৭ ১৫ মুম্বাই রাজস্থান বনাম দিল্লী রাত ৮টা
৮ ১৬ মুম্বাই পাঞ্জাব বনাম চেন্নাই রাত ৮টা
৯ ১৭ চেন্নাই মুম্বাই বনাম হায়দরাবাদ রাত ৮টা
১০ ১৮ চেন্নাই ব্যাঙ্গালোর বনাম কলকাতা বিকাল ৪টা
১১ ১৮ মুম্বাই দিল্লী বনাম পাঞ্জাব রাত ৮টা
১২ ১৯ মুম্বাই চেন্নাই বনাম রাজস্থান রাত ৮টা
১৩ ২০ চেন্নাই দিল্লী বনাম মুম্বাই রাত ৮টা
১৪ ২১ চেন্নাই পাঞ্জাব বনাম হায়দরাবাদ বিকাল ৪টা
১৫ ২১ মুম্বাই কলকাতা বনাম চেন্নাই রাত ৮টা
১৬ ২২ মুম্বাই ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রাত ৮টা
১৭ ২৩ চেন্নাই পাঞ্জাব বনাম মুম্বাই রাত ৮টা
১৮ ২৪ মুম্বাই রাজস্থান বনাম কলকাতা রাত ৮টা
১৯ ২৫ মুম্বাই চেন্নাই বনাম ব্যাঙ্গালোর বিকাল ৪টা
২০ ২৫ চেন্নাই হায়দরাবাদ বনাম দিল্লী রাত ৮টা
২১ ২৬ আহমেদাবাদ পাঞ্জাব বনাম কলকাতা রাত ৮টা
২২ ২৭ আহমেদাবাদ দিল্লী বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
২৩ ২৮ দিল্লী চেন্নাই বনাম হায়দরাবাদ রাত ৮টা
২৪ ২৯ দিল্লী মুম্বাই বনাম রাজস্থান বিকাল ৪টা
২৫ ২৯ আহমেদাবাদ দিল্লী বনাম কলকাতা রাত ৮টা
২৬ ৩০ আহমেদাবাদ পাঞ্জাব বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
২৭ ১ দিল্লী মুম্বাই বনাম চেন্নাই রাত ৮টা
২৮ ২ দিল্লী রাজস্থান বনাম হায়দরাবাদ বিকাল ৪টা
২৯ ২ আহমেদাবাদ পাঞ্জাব বনাম দিল্লী রাত ৮টা
৩০ ৩ আহমেদাবাদ কলকাতা বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
৩১ ৪ দিল্লী হায়দরাবাদ বনাম মুম্বাই রাত ৮টা
৩২ ৫ দিল্লী রাজস্থান বনাম চেন্নাই রাত ৮টা
৩৩ ৬ আহমেদাবাদ ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব রাত ৮টা
৩৪ ৭ দিল্লী হায়দরাবাদ বনাম চেন্নাই রাত ৮টা
৩৫ ৮ আহমেদাবাদ কলকাতা বনাম দিল্লী বিকাল ৪টা
৩৬ ৮ দিল্লী রাজস্থান বনাম মুম্বাই রাত ৮টা
৩৭ ৯ ব্যাঙ্গালোর চেন্নাই বনাম পাঞ্জাব বিকাল ৪টা
৩৮ ৯ কলকাতা ব্যাঙ্গালোর বনাম হায়দরাবাদ রাত ৮টা
৩৯ ১০ ব্যাঙ্গালোর মুম্বাই বনাম কলকাতা রাত ৮টা
৪০ ১১ কলকাতা দিল্লী বনাম রাজস্থান রাত ৮টা
৪১ ১২ ব্যাঙ্গালোর চেন্নাই বনাম কলকাতা রাত ৮টা
৪২ ১৩ ব্যাঙ্গালোর মুম্বাই বনাম পাঞ্জাব বিকাল ৪টা
৪৩ ১৩ কলকাতা হায়দরাবাদ বনাম রাজস্থান রাত ৮টা
৪৪ ১৪ কলকাতা ব্যাঙ্গালোর বনাম দিল্লী রাত ৮টা
৪৫ ১৫ ব্যাঙ্গালোর কলকাতা বনাম পাঞ্জাব রাত ৮টা
৪৬ ১৬ কলকাতা রাজস্থান বনাম ব্যাঙ্গালোর বিকাল ৪টা
৪৭ ১৬ ব্যাঙ্গালোর চেন্নাই বনাম মুম্বাই রাত ৮টা
৪৮ ১৭ কলকাতা দিল্লী বনাম হায়দরাবাদ রাত ৮টা
৪৯ ১৮ ব্যাঙ্গালোর কলকাতা বনাম রাজস্থান রাত ৮টা
৫০ ১৯ ব্যাঙ্গালোর হায়দরাবাদ বনাম পাঞ্জাব রাত ৮টা
৫১ ২০ কলকাতা ব্যাঙ্গালোর বনাম মুম্বাই রাত ৮টা
৫২ ২১ ব্যাঙ্গালোর কলকাতা বনাম হায়দরাবাদ বিকাল ৪টা
৫৩ ২১ কলকাতা দিল্লী বনাম চেন্নাই রাত ৮টা
৫৪ ২২ ব্যাঙ্গালোর পাঞ্জাব বনাম রাজস্থান রাত ৮টা
৫৫ ২৩ কলকাতা মুম্বাই বনাম দিল্লী বিকাল ৪টা
৫৬ ২৩ কলকাতা ব্যাঙ্গালোর বনাম চেন্নাই রাত ৮টা
৫৭ ২৫ আহমেদাবাদ প্রথম কোয়ালিফায়ার রাত ৮টা
৫৮ ২৬ আহমেদাবাদ এলিমিনেটর রাত ৮টা
৫৯ ২৮ আহমেদাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ার রাত ৮টা
৬০ ৩০ আহমেদাবাদ ফাইনাল রাত ৮টা