spot_img

বিজেপির ৫৭ প্রার্থীর তালিকায় নেই কোনো টলিউড তারকা

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনকে সামনে রেখে এক ঝাঁক টলিউড তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। যাদের কয়েকজন এর আগে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কেউ কেউ আবার একেবারেই নতুন। শনিবার বিজেপি ছোট্ট এক সাংবাদিক বৈঠক করে ৫৭ জনের একটি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু সেখানে ঠাঁয় হয়নি কোনো টলিউড তারকার।

শুধু তাই নয়, ওই সাংবাদিক বৈঠকে টলিউডের কোনো অভিনেতা-অভিনেত্রী বা নির্মাতা উপস্থিতও ছিলেন না। ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে বিজেপির ৫৬ জন এবং আজসুর থেকে একজন প্রার্থী। শোনা যাচ্ছে, আজ রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদির ব্রিগেড সভায় পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেই ঘোষণার দিকে তাকিয়ে সকলে।

এদিকে গত দুদিন ধরে গুঞ্জন, মোদির ব্রিগেড সভায় যোগ দিতে পারেন হিন্দি ও বাংলা ছবির অন্যতম কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই খবর যদি সত্যি হয়, তবে বিজেপিতে তারকার ভিড় আরও বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি প্রার্থী হতে পারবেন?

ইতোমধ্যে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা তারকারা বিজেপিতে যোগ দিয়েছেন। তবে শেষ পর্যন্ত এদের মধ্যে কার কার স্থান হবে গেরুয়া শিবিরের পূর্ণ প্রার্থী তালিকায়, সেদিকে তাকিয়ে টলিউডের ওই সকল তারকা।

তবে বিজেপি সমর্থকরা বলছেন, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে।’ প্রথমেই আস্তিনের সব তাস বের করতে চাচ্ছে না দলটি। ধীরে ধীরে পরিস্থিতি বুঝে চূড়ান্ত পদক্ষেপ করবে তারা। তাই এত আলোচনার পরও প্রাথমিকভাবে ৫৭ আসনের প্রার্থী ঘোষণা। এরপর ধীরে ধীরে প্রার্থিতালিকার চাকচিক্য বাড়বে। তখন হয়ত টলিউড থেকে অনেকেই এই তালিকায় জায়গা পাবেন। কিন্তু এ ধারণা কতটা সত্যি, তা স্পষ্ট হবে পূর্ণ তালিকা প্রকাশ হলেই।

প্রসঙ্গত, বিজেপি সময় নিলেও শুক্রবার ২৯৪ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে যে টলিউড তারকারা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন তাদের প্রায় সবাইকেই প্রার্থী করা হয়েছে। তালিকায় আছে কোশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সী, বিদেশ বোস ও লাভলী মৈত্রসহ এক ঝাঁক তারকার নাম।

সর্বশেষ সংবাদ

২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে: পরিবেশ উপদেষ্টা

২০২৫ সাল নাগাদ সক সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ