spot_img

ভারত থেকে এলো ৯০ মেট্রিক টন তেঁতুলের বিচি

অবশ্যই পরুন

এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো তেঁতুলের বিচি আমদানি করা হয়েছে। চট্টগ্রামের উজ্জল শাহ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান বিচিগুলো আমদানি করেছে। শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচি নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরে আরও দুটি তেঁতুলের বিচিবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

এর মাধ্যমে প্রথমবারের মতো তেঁতুলের বিচি আমদানি করা হলো। হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।

তিনি জানান, ভারত থেকে তেঁতুলের বিচি আমদানি হচ্ছে- এটা শুনে একটু অবাক হওয়ারই কথা। যদিও আমাদের দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচিগুলো ফেলে দেন। দেশে যার কোনো নেই মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

জানতে চাইলে তেঁতুলের বিচি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, দেশে মশা মারার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুলের বিচির প্রচুর চাহিদা রয়েছে। তাই ভারত থেকে প্রথমবারের মতো এই বিচিগুলো আমদানি করা হচ্ছে। দেশের বাজারে এর ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুলের বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ