spot_img

লেওয়ানদোস্কির হ্যাটট্রিক জাদুতে বায়ার্ন মিউনিখের জয়

অবশ্যই পরুন

লেওয়ানদোস্কির হ্যাটট্রিক জাদুতে বুন্দেসলিগায় বড় জয় পেলো বায়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারাল তারা। এ জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত হলো বাভারিয়ানদের।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গেলো ম্যাচে কোলনকে হারানোর তরতাজা সুখস্মৃতি নিয়ে এদিন মাঠে নামে বায়ার্ন মিউনিখ। এবার প্রতিপক্ষ কোলনের মত ছোট কোন ক্লাব নয়। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। তাই সাবধানী থাকতেই হচ্ছে বাভারিয়ানদের।

ম্যাচ কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে বায়ার্ন। স্বাগতিক ডিফেন্ডারদের বোকা বানিয়ে মাত্র ২ মিনিটেই হল্যান্ড এগিয়ে নেন ডাই বরুশেনদের।

পিছিয়ে পড়ার শোক কাটাতে না কাটাতে আবারো গোল খেয়ে বসে বায়ার্ন। এবারো ডর্টমুন্ডের হয়ে স্বাগতিক শিবিরে হানা দেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড হল্যান্ড।

দুই গোল খেয়ে এবার নড়েচড়ে ওঠে বায়ার্ন। রক্ষণে বাড়ায় মনোযোগ সেই সঙ্গে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ। অবশেষে ২৬ মিনিটে পায় গোলের দেখা। দলের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানদোস্কির নৈপুণ্যে ব্যবধান কমায় বাভারিয়ানরা।

বিরতিতে যাওয়ার মিনিট কয়েক আগে কোম্যানকে ডিবক্সে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। তাতেই নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি দলকে সমতায় ফেরান লেওয়ানদোস্কি।

দ্বিতীয়ার্ধে ফিরে ডর্টমুন্ড আরও মজবুত করে নিজেদের রক্ষণভাগ। অন্যদিকে, চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না বাভারিয়ানরা। অবশেষে ৮৮ মিনিটে গিয়ে গোরেৎজকা ব্যবধান বাড়ান বায়ার্নের।

দুই মিনিট পর আবারো লেওয়ানদোস্কি জাদু। হ্যাটট্রিক পূরণ করে আসরের সর্বোচ্চ গোলদাতার আসনটা আরেকটু মজবুত করে নিলেন তিনি। এ নিয়ে লিগে ১২টি হ্যাটট্রিক হলো পোলিশ তারকার।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ