spot_img

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে রাজি বাংলাদেশ: বাফুফে

অবশ্যই পরুন

এ মাসের শেষ দিকে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এরইমধ্যে বাংলাদেশকে আমন্ত্রণও জানিয়েছে সংস্থাটি। তাদের ডাকে শেষ পর্যন্ত সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার ব্যাপারটি নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। টুর্নামেন্টের আরেক দল কিরগিজস্তান অলিম্পিক দল।

আগামী ২২ মার্চ নেপালে শুরু হবে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। শেষ হবে ৩০ মার্চ। লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরকে মোকাবিলা করবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। সবমিলিয়ে চারটি ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম।

চলতি মাসের শেষ দিকে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল নেপালের। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন তা পিছিয়েছে জুনে। ফাঁকা সময়টা কাজে লাগাতে এবং বাছাইয়ের আগে প্রস্তুতি সারতে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আনফা।

নেপালে তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৭ অথবা ১৮ মার্চ দেশ ছাড়তে পারে বাংলাদেশ ফুটবল দল।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ