spot_img

প্রথমবারের মতো মঙ্গলগ্রহের পৃষ্ঠে চলাচল শুরু করেছে পারসেভারেন্স

অবশ্যই পরুন

মঙ্গলগ্রহে অবতরণের পর প্রথমবারের মতো এর পৃষ্ঠে চলাচল শুরু করেছে নাসার রোভার পারসেভারেন্স।

নাসা জানায়, এই রোবটযান প্রায় সাড়ে ৬ মিটার চলাচল করেছে। প্রায় ৩৩ মিনিট মঙ্গলপৃষ্ঠে চলাচল করে এটি। এ সংক্রান্ত ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

দৈনিক প্রায় ২শ’ মিটার চলাচল করতে পারে পারসেভারেন্স। প্রায় দু’সপ্তাহ আগে মঙ্গলগ্রহে পৌঁছায় নাসার রোভার পারসেভারেন্স। এরপরই সেখানকার শব্দ ও ছবি পাঠানো শুরু করে। যাতে গ্রহটিতে থাকা বড় বড় পাথরের টুকরোর ছবিও রয়েছে।

মঙ্গলপৃষ্ঠে প্রাণের অস্তিত্ব খুঁজতে নিয়মিতভাবে তল্লাশি চালাবে পারসেভারেন্স। সংগ্রহ করবে বিভিন্ন নমুনা।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ