spot_img

ওয়ার্নারের ভাবনায় ২০২৩ বিশ্বকাপ

অবশ্যই পরুন

কুঁচকির চোট বেশ ভোগাচ্ছে ডেভিড ওয়ার্নারকে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। তবে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছেন এ ওপেনার। তার আগে এ বাঁহাতি জানিয়ে দেন, আমার ভাবনায় এখন থেকেই ২০২৩ বিশ্বকাপ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া উঠতে না পারলে আপাতত কোনো টেস্ট ম্যাচ নেই তাদের অস্ট্রেলিয়ার। তবে ওয়ার্নারের ব্যস্ততা কম থাকবে না। মার্শ কাপের পর শেফিল্ড শিল্ড খেলবেন তিনি। এরপর খেলবেন আইপিএল। অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের সিরিজের ব্যস্ততাও থাকবে।

কিছুদিন আগে ওয়ার্নার ইঙ্গিত দিয়েছিলেন,  একটি সংস্করণ থেকে তিনি অবসর নিতে পারেন। তবে আপাতত সেই ভাবনা থেকে সরে এসেছেন তিনি ‘শেষ নিয়ে আমি মোটেও ভাবছি না। আমার ভাবনা এখন ২০২৩ বিশ্বকাপকে ঘিরে। আমাদের সাদা বলের দলটির ভিত্তি বেশ শক্ত। ভারতে ভালো করার ও জয়ের ভালো সম্ভাবনা আমাদের আছে। দলের বেশ কজনেরই হয়তো এটি হবে শেষ বিশ্বকাপ।’

যতদিন সম্ভব টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান ওয়ার্নার। এ ব্যাপারে এ তারকা ওপেনার বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের থামতে হবে, যদি না কেউ ৪১ বছর পর্যন্ত খেলে। টেস্ট ক্রিকেটে চাইব, যতদিন সম্ভব খেলে যেতে। সামনে অনেক খেলা আছে আমাদের। আমার জন্য তাই ব্যাপারটি হলো, যতটা সম্ভব ফিট ও ভালো থাকা এবং পরিবারের সঙ্গে ক্রিকেটের সমন্বয় করা।’

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ