spot_img

ব্রাজিলে টানা দ্বিতীয় দিন মৃত্যুর রেকর্ড

অবশ্যই পরুন

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবারও দেশটির এক হাজার ৯১০ জন মানুষ মহামারি করোনার সংক্রমণে প্রাণ হারিয়েছেন। প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে এর আগে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।

ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাবের বরাতে এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি লিখেছে, মহামারি করোনার প্রকোপে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

বুধবার পর্যন্ত ব্রাজিলে করোনায় প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকেছে দুই লাখ ৫৯ হাজার ২৭১ জনে। মহামারি করোনার সংক্রমণে মৃত্যুর তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের চেয়ে করোনায় বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে; মোট ৫ লাখ ১৯ হাজার ৩৯ জন।

সবশেষ দৈনিক প্রাণহানির খবর জানানোর আগে ব্রাজিলের জনস্বাস্থ্য ইনস্টিটিউট ফিওক্রাজ জানায়, মহামারি করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথমবারের মতো আমরা পুরো দেশজুড়ে ভাইরাসটির অবনতি দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক।’

বুধবার সর্বাধিক মৃত্যুর আগের দিন গত মঙ্গলবারও করোনায় শীর্ষ বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে দৈনিক সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছিল। ওইদিন ২৪ ঘণ্টায় দেশটির এক হাজার ৬৪১ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারান।

লাতিন অঞ্চলের সর্ববৃহৎ দেশ ব্রাজিলের ২১ কোটি ২০ লাখ মানুষ মহামারির সবচেয়ে প্রাণঘাতী একটি সপ্তাহ প্রত্যক্ষ করছে। চলতি সপ্তাহে দেশটিতে মহামারি করোনায় দৈনিক গড়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩১ জনে।

করোনায় শীর্ষ বিপর্যস্ত এই দেশটি এখনো করোনা সংক্রমণের লাগাম টানতে হিমশিম খাচ্ছে। কয়েকটি টিকার অনুমোদন সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে ব্রাজিলে এখনো টিকাদান কর্মসূচি শুরু হয়নি। খোদ দেশটির প্রেসিডেন্ট টিকা নেওয়ার ব্যাপারে অনাগ্রহী।

করোনার প্রকোপকে খাটো করে দেখা, সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অনাগ্রহ, মাস্ক না পরা আর টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমালোচিত।

এছাড়া দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যে ধরন বিদ্যমান ধরনের চেয়ে অতি-সংক্রামক ও প্রাণঘাতী। এরপরও সেখানে সব বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ পার্টি আর জনসমাবেশ করছে। এর কারণে সংক্রমণের বিস্তার বেশি ছড়াচ্ছে বলে ধারণা।

করোনার নতুন এই ধরনের বিস্তার ইতোমধ্যে দেশটির ২৭টি রাজ্যের মধ্যে ১৭টিতে শনাক্ত হয়েছে। শুধু ব্রাজিলজুড়ে নয় প্রাণঘাতী নতুন ধরনটির সংক্রমণ শনাক্ত হয়েছে দুই ডজনের বেশি দেশে। এ নিয়ে শুধু ব্রাজিলে নয় বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ