spot_img

মডের্নায় অংশীদারিত্ব একশ’ কোটি ডলারের বেশি মূল্যে বিক্রি করে দিল অ্যাস্ট্রাজেনেকা

অবশ্যই পরুন

টিকা উৎপাদক মডের্না ইঙ্কে থাকা নিজেদের ৭.৭ শতাংশ শেয়ার একশ’ কোটি ডলারের বেশি অর্থে বিক্রি করেছে ব্রিটিশ সুইস মালিকানার ওষুধ উৎপাদক অ্যাস্ট্রাজেনেকা পিএলসি।

ইতোপূর্বে, মার্কিন জৈবপ্রযুক্তি ভিত্তিক কোম্পানি মডের্না ইঙ্ক টিকা আবিস্কারের সফলতার কথা জানালে পুঁজিবাজারে তাদের শেয়ার দর ব্যাপক স্ফীতি অর্জন করে। তখন অ্যাস্ট্রাজেনেকা সেখানে তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেয়, বলে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম- দ্য টাইমস।

অবশ্য, ঠিক কোন সময়ে শেয়ার বিক্রি করা হয়েছে- তা নিশ্চিত জানা যায়নি বলে উল্লেখ করা হয় টাইমসের প্রতিবেদনে।

সংবাদটি প্রকাশের পূর্বে গণমাধ্যমটি অ্যাস্ট্রাজেনেকা এবং মডের্নার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু, সংস্থা দুটি এব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নানান রোগের ওষুধ ও প্রতিষেধক আবিষ্কারে মডের্নার সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। শেষোক্ত কোম্পানিটি চলমান বিশ্বমারি প্রাদুর্ভাবের পর্যায়ে নেমে এলে তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আবিষ্কৃত তাদের কোভিড-১৯ টিকা বাণিজ্যিকভাবে বেসরকারি পর্যায়ে বিক্রি শুরু করতে পারে।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কোভিড-১৯ প্রতিষেধক হিসেবে মডের্নার ভ্যাকসিন জরুরি অনুমোদন পায়। গত সপ্তাহে কোম্পানিটি জানায়, তারা চলতি বছর টিকার ডোজ বিক্রি করে ১৮.৪ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে।

  • সূত্র: রয়টার্স 

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ