যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের জার্সি সিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভয়াবহ সিরিজ বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের খবরে বলা হয়, আকস্মিক বন্দুকযুদ্ধের কারণে শহরের একাধিক স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানে আটকা পড়েছেন অনেক লোক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি পুলিশ। যদিও কর্তৃপক্ষ হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে নারাজ।
জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি সাংবাদিকদের জানান, সোমবার (১ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পর শহরের একটি গোরস্তানে প্রথম বন্দুকযুদ্ধ শুরু হয়।