সময়টা ব্যাট হাতে মোটেও ভাল যাচ্ছে না অ্যারণ ফিঞ্চের। যে কারণে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চের কাঁধেই থাকবে নেতৃত্বের ভার- এমনটাও নিশ্চিত করেছেন তিনি।
চলতি নিউজিল্যান্ড সফরেই ফর্মে ফিরবেন ফিঞ্চ আশাবাদী বেইলি, ‘তার গড় ভয়ঙ্কর। তবে সে এই দলের অধিনায়ক এবং পরবর্তী বিশ্বকাপেও সে অধিনায়ক থাকবেন। তাঁর সম্পর্কে এই সব সমালোচনা আমার কাছে ফাঁকা আওয়াজ মনে হচ্ছে। টানা বাবলে থাকায় সে কিছুটা ক্লান্ত ছিল। তবে নিউজিল্যান্ডে আমরা সতেজ ফিঞ্চকে পেয়েছি। নেট প্রাকটিসেও সে দারুণ করছে।’
এরআগে ২০১৮ সালের জুনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান ফিঞ্চ। এরপর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ছাড়াও ব্যক্তিগত ১৭২ রানের রেকর্ড গড়া ইনিংসটাও খেলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ধুঁকছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার দলের নেতৃত্ব দেয়ায় ব্যর্থতার পাশাপাশি ব্যর্থ দলের প্রয়োজনে রান করার ক্ষেত্রেও।
চলতি নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ফিঞ্চের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। এই দুই ম্যাচেই তার দল হারায় সমালোচনা তীব্র হয়েছে আরো বেশি।
বাজে ফর্মের কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চ নিজের অবস্থান হারাবেন বলে মনে করেন মার্ক ওয়াহ, ‘তার কাজ রান করা। কোন ব্যাটসম্যানই দল থেকে বাদ পরার উর্ধ্বে নয়। যখন আপনি রান পাবেন না, তখন আপনাকে বাদ পরতে হবে। তাতে মুখ্য নয় যে আপনি দলের অধিনায়ক কিনা।’
এছাড়া ফিঞ্চের অধিনায়কত্বের সমালোচনায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলও, ‘আমার প্রথম পছন্দ কামিন্স। দলে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয়ত, কামিন্স একজন অনুপ্রেরণামূলক ক্রিকেটার।’