spot_img

প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

অবশ্যই পরুন

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধায় সংঘর্ষ শুরু হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে এখনও চলছে।

সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজনকে আহত হতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতাকর্মীদেরও ইটপাটকেল ছুড়তেও দেখা যায়।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার জানানো হয়, ছাত্রদলের এ প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সংঘর্ষ শুরুর সময় তিনি কর্মসূচিতে এসে পৌঁছাননি।

পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু।

তিনি বলেন, আহতদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন খান সোহেলসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ