বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, প্রায় দুই সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভেসে বেড়ানো ৮১ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য নয় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে এমন কথা বলেন।
ভারতের কোস্টগার্ড ওই রোহিঙ্গা বোঝাই নৌকাটি শনাক্ত করে। সেখানে জীবিত ব্যক্তি এবং আটজনের মরদেহ উদ্ধার করে তারা। ভারতের কর্মকর্তারা শুক্রবার জানায়, ওই রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছেন তারা। জীবিতদের খাবার এবং পানি দিলেও তাদের তীরে ভিড়তে দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানায় ভারত।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সবচেয়ে কাছাকাছি ভারত বা মিয়ানমারই রোহিঙ্গাদের গ্রহণ করবে এটা আশা করে বাংলাদেশ। তারা বাংলাদেশের নাগরিক নয়, প্রকৃতপক্ষে তারা মিয়ানমারের নাগরিক। তাদেরকে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ১৭০০ কিলোমিটার দূরে পাওয়া গেছে। আর তাই তাদের ফেরত নিতে বাধ্য নয় বাংলাদেশ।
এই শরণার্থীদের অন্যান্য দেশ এবং সংস্থার দেখভাল করা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় ভূখণ্ড থেকে ১৪৭ এবং মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে রোহিঙ্গারা অবস্থান করছিলেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত। উল্লেখ্য, ভারতে শরণার্থীদের সুরক্ষায় কোনো আইন নেই। তারপরও ভারতে বর্তমানে দুই লাখের বেশি শরণার্থী বসবাস করছেন। তাদের মধ্যে হাজার হাজার রোহিঙ্গাও রয়েছেন।