spot_img

শেষ টেস্ট থেকে সরে দাঁড়ালেন বুমরাহ

অবশ্যই পরুন

আগামী ৪ মার্চ আহমেদাবাদে শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণে ঐ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন স্বাগতিক পেসার জাসপ্রিত বুমরাহ।

শেষ টেস্ট থেকে বুমরাহ স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। যদিও এমন সিদ্ধান্তের মূল কারণ জানা যায়নি। তবে এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে বুমরাহ শেষ টেস্ট থেকে নাম সরানোর আবেদন জানান। বোর্ড তার অনুরোধে সাড়া দিয়েছে।’

বুমরা সরে দাঁড়ালেও স্কোয়াডে বিকল্প কাউকে ডাকা হয়নি। এজন্য সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ভারতের স্কোয়াড ১৭ সদস্যের।

চতুর্থ ও শেষ টেস্টে ভারত স্কোয়াড: 

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, অক্ষর পেটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহম্মদ সিরাজ।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ