spot_img

গেইল দুই বছর পর ফিরলেন উইন্ডিজ দলে

অবশ্যই পরুন

ক্রিস গেইল সর্বশেষ উইন্ডিজ দলের জার্সিটা গায়ে চড়িয়েছিলেন সেই দুই বছর আগে। শেষ মুহূর্তে দৈব দুর্বিপাক না ঘটলে আগামী ৩ মার্চ আবারও উইন্ডিজ দলের হয়ে খেলবেন তিনি। তবে উইন্ডিজ স্কোয়াডে গেইলের ফেরার দিনে সম্ভবত সবচেয়ে বড় চমক ৩৯ বছর বয়সী ফিদেল এডওয়ার্ডসের ফেরা। ৯ বছর পর আবারও ক্যারিবীয় দলে জায়গা পেলেন তিনি।

উইন্ডিজ নতুন বছরের শুরুতে বাংলাদেশে এসেছিল আনকোরা এক দল নিয়ে। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও টেস্টে সে বিস্বাদটাই স্বাগতিকদের ফেরত দিয়েছিল ক্যারিবীয়রা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সে ঝামেলায় পড়তে হচ্ছে না দলটিকে। ঘরের মাঠে সিরিজটিকে সামনে রেখে স্কোয়াডে অভিজ্ঞদের প্রায় সবাইকেই পাচ্ছে তারা। গেইল-এডওয়ার্ডসদের মতো পরীক্ষিত সেনানীদের দলে ফেরার ঘটনাটাও ঘটেছে সে সুবাদেই।

২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ সীমিত ওভারের ক্রিকেটে উইন্ডিজের প্রতিনিধিত্ব করেছিলেন গেইল। আর টি-টোয়েন্টিটা খেলেছিলেন তারও পাঁচ মাস আগে। জাতীয় দলের হয়ে ফেরার আভাস পেতেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে পাড়ি জমিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

এডওয়ার্ডস পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরস্কার। তাকে অবশ্য ফেরানো হয়েছে স্কোয়াড গভীরতা বাড়াতে, এমনটাই আভাস মিলছে স্থানীয় সংবাদ মাধ্যমে। তবে শেষমেশ যদি ম্যাচের একাদশে জায়গা পান তিনি তাহলে ২০১২ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো মেরুন জার্সিতে দেখা মিলবে এডওয়ার্ডসের। নয় বছর আগে বাংলাদেশ সফরটিই হয়ে আছে এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

গেইল-এডওয়ার্ডস ছাড়াও বাংলাদেশ সফরে ভালো বোলিংয়ের প্রতিদান পেয়েছেন আকিল হোসেইন। প্রথমবারের মতো পাচ্ছেন টি-টোয়েন্টি জার্সি গায়ে চড়ানোর সুযোগ। তার সঙ্গে টি-টোয়েন্টি দলে নতুন মুখ কেভিন সিনক্লেয়ার। আগামী ৩, ৫, ও ৭ মার্চ সিরিজের টি-টোয়েন্টিগুলোয় লঙ্কানদের মুখোমুখি হবে উইন্ডিজ।

এরপরই আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজের দলে ফিরেছেন জেসন হোল্ডার। সঙ্গে আছেন কাইল মেয়ার্স ও বাংলাদেশ সিরিজে দলকে নেতৃত্ব দেয়া জেসন মোহাম্মদরাও। আগামী ১০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজটি।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ