মিয়ানমার জান্তাকে রুখতে মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপের আহ্বান জানালো বিক্ষোভকারীরা। শুক্রবারও নেইপিদো, ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে চলছে জোরালো বিক্ষোভ।
শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছেন স্বাস্থ্যকর্মী এবং বৌদ্ধভিক্ষুরা। এসময়, সেনা সরকারের চালানো নিপীড়ন এবং ধরপাকড় ঠেকাতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান তারা। শুধু নিষেধাজ্ঞাই নয়, দেশের চলমান পরিস্থিতিতে সরাসরি মার্কিন হস্তক্ষেপও চান ক্ষুব্ধ মিয়ানমারবাসী।
এরআগে, সু চির বাড়ির সামনে আয়োজন করা হয় প্রার্থনার। এদিকে, ভাইরাল বিক্ষোভকারীদের ওপর হামলার নতুন ভিডিও। যাতে দেখা যায়, সেনা সমর্থিত শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।