spot_img

ছুটির দিনে সড়কে ঝরলো ২৩ প্রাণ

অবশ্যই পরুন

ছুটির দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত আট জেলায় সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে সিলেটে ৮, বগুড়ায় ৬, ময়মনসিংহে ২, বরিশালে ২, ঝিনাইদহে ২, চট্টগ্রামে ১, চুয়াডাঙ্গায় ১ ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে বিষয়টি জানা গেছে।

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজনের নিহত হয়েছেন। দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ওজাহিদ হাসান রাসেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল : চরমোনাই দরবারে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে ফরিদুপর থেকে বরিশালে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী। নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ (২০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে আলামিন (২১)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রাম মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ আব্দুর সাত্তার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদ চৌমুহীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলত খাঁ এলাকায় কালা মিয়া মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ (১৮) নামের এক টমটমচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

নবদম্পতির কল্যাণ চেয়ে দোয়া

বর ও কনের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন। তা হলো- بَارَكَ...

এই বিভাগের অন্যান্য সংবাদ