spot_img

বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

অবশ্যই পরুন

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার জনের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ছয়টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের বাসটি সামনে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।

এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

মুক্তি পাচ্ছে বানভাসি মানুষের গল্পে ‘নয়া মানুষ’

বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা....

এই বিভাগের অন্যান্য সংবাদ