দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন যে ধরন শনাক্ত হয়েছে, তা আরও ‘ভালোভাবে’ প্রতিরোধের আশায় টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মার্কিন কোম্পানি মর্ডানা।
মডার্না টিকা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অনুমোদন পেয়েছে। তবে পরীক্ষায় দেখা গেছে, তাদের তৈরি ওই টিকা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে কম সুরক্ষা দেয়।
বিভিন্ন কৌশলে এই পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মডার্না। এসব কৌশলের মধ্যে রয়েছে মূল টিকার সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হবে বুস্টার ডোজ, মূল টিকার সঙ্গে বুস্টার ডোজের সংমিশ্রণ। কোন কৌশল অধিক সুরক্ষা দেয়, তা দেখতে চায় মডার্না।
মডার্না জানিয়েছে, পরীক্ষার জন্য টিকার বুস্টার ডোজ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে পাঠানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরনটি অধিক সংক্রামক বলে বিবেচিত হচ্ছে। এই ধরন ইতিমধ্যে বিশ্বের অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার মডার্না পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনটি লক্ষ্য করে তারা মানুষের ওপর তাদের টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাতে প্রস্তুত।