spot_img

কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেলো ঘানা

অবশ্যই পরুন

দরিদ্র-স্বল্পোন্নতসহ সব দেশে টিকা সরবরাহের উদ্দেশে গঠিত বৈশ্বিক উদ্যোগ- কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেলো ঘানা।

বুধবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো ৬ লাখ ডোজ টিকা পায় পশ্চিম আফ্রিকার দেশটি। ধনী দেশগুলোর দাপটে দরিদ্র দেশগুলো যেন টিকাবঞ্চিত না হয়; তা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনের বৈশ্বিক জোট- গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিকের নেতৃত্বে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে চলতি বছরই বিশ্বজুড়ে কোভিড নাইনটিনের ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা রয়েছে।

তারই ধারাবাহিকতায় ঘানার রাজধানীতে করোনা টিকার প্রথম চালান পৌঁছালো। যাকে স্মরণীয় আখ্যা দিয়েছে ডব্লিউএইচও ও ইউনিসেফ। দেশটিতে ৮১ হাজার মানুষ করোনা সংক্রমিত; মারা গেছেন ৫৮০ জন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ