spot_img

করোনা প্রতিরোধে জনসনের এক ডোজ টিকাই যথেষ্ট: এফডিএ

অবশ্যই পরুন

করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজ টিকাই যথেষ্ট। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ।

বলা হয়, গুরুতর পর্যায়ের সংক্রমণ থেকেও জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা সুরক্ষা দিবে। গবেষকরা নিশ্চিত করেছেন, সামগ্রিকভাবে ভ্যাকসিনটি প্রায় ৬৬ শতাংশ কার্যকর।

বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের মান যাচাই এবং প্রয়োগের ছাড়পত্র চাইলে গবেষকদের পর্যবেক্ষণে বেরিয়ে আসে এসব তথ্য। লাতিন আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার ৪৪ হাজার মানুষের মধ্যে টিকাটির চূড়ান্ত পরীক্ষা চালানো হয়। তখন বলা হয়, টিকা দেয়ার ২৮ দিনের মধ্যে কোনো স্বেচ্ছাসেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়নি; ঘটেনি কোনো মৃত্যুও।

এদিকে, এ বছরই বিশ্বে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য জনসন অ্যান্ড জনসনের।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযান চালিয়েছে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ