করোনাভাইরাসের প্রকোপে সব জায়গার মতো বিশ্ব ক্রীড়াঙ্গনেও বড় প্রভাব পড়েছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন খেলার অনেক টুর্নামেন্ট, এলোমেলো হয়ে পড়েছে অনেক টুর্নামেন্টের সূচি। এলোমেলো সূচির কারণে কোপা আমেরিকার আগামী আসরে খেলা হচ্ছে না ২০২২ বিশ্বকাপের আয়োজন দেশ কাতার ও অস্ট্রেলিয়ার।
দুটি দেশই ল্যাটিন অঞ্চলের ফুটবলের সবচেয়ে জমজমাট আসর থেকে নাম সরিয়ে নিয়েছে। কোপা আমেরিকা চলাকালীন বাছাই পর্বের ম্যাচ আছে কাতার ও অস্ট্রেলিয়ার। তাই ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের মতো দেশগুলোকে নিয়ে আয়োজন করা ঐতিহ্যবাহী আসরটিতে খেলা হচ্ছে না দল দুটির।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন ও কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে। কোপা আমেরিকা চলাকালীন ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাই পর্বের খেলা থাকবে। এ কারণেই নাম সরিয়ে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া।
অতিথি দল হিসেবে কোপা আমেরিকায় খেলার কথা ছিল এএফসির সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতারের। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরুর সঙ্গে ‘বি’ গ্রুপে ছিল কাতার।
গত বছরের জুন-জুলাইয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়। কোপা আমেরিকার পরবর্তী আসর আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা। প্রথমবারের মতো কোপা আমেরিকার আয়োজক হয়েছে দুটি দেশ। এবার আর্জেন্টিনা ও কলম্বিয়া আসরটি আয়োজন করবে।