spot_img

পিছিয়ে গেছে ভারতের তৃতীয় চন্দ্রাভিযান

অবশ্যই পরুন

ভারতের মহাকাশ গবেষণায় ব্যাপক ছন্দপতন দেখা দিয়েছে। ফলে পিছিয়ে গেছে দেশটির চন্দ্রযান অভিযান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

এই চন্দ্রাভিযান ছিল ভারতের তৃতীয় মিশন। ভারতের এই ‘মিশন টু মুন’ আপাতত স্থগিত রাখা হলো। চন্দ্রযান-৩ উৎক্ষেপণ হবে সম্ভবত ২০২২ সালে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন ইসরো প্রধান কে শিবান।

লকডাউনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে। এর মধ্যেই একটি হলো এই চন্দ্রযান-৩। চলতি বছর শেষের দিকে এই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তা করা সম্ভব হচ্ছে না।

সম্ভবত গগনযানেরও মহাকাশে যেতে বিলম্ব হবে। পূর্বসূরীদের মতো চন্দ্রযান-৩-এর কোনো অরবিটার থাকবে না। যে অরবিটার চন্দ্রযান ২-তে ব্যবহার করা হয়েছিল সেটিই ব্যবহার হবে নতুন এই চন্দ্রযানে।

দ্বিতীয় চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছিল। ফলে এবার ইসরোর মূল লক্ষ্য তৃতীয় এই চন্দ্রাভিযানকে সফল করা।

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর অবতরণের সময় চাঁদে আছড়ে পড়ে ভেঙে গিয়েছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ