সারাবিশ্বের অগণিত ভক্তকে কাঁদিয়ে গত বছরের নভেম্বরে মারা যান দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর পরও নানা কারণে নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ম্যারাডোনার মৃত্যুর পর জানা যায়, তার কাছে নাকি ৭৫ মিলিয়ন ডলার ছিল। কিন্তু এখন সাবেক এ ফুটবলারের ব্যাংক অ্যাকাউন্টে নাকি মাত্র ৪ মিলিয়ন ডলার পড়ে আছে। বাকি সবটাই হাওয়া!
এর আগে জানা গিয়েছিল, ম্যারাডোনা তার সন্তানদের ৭৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছিলেন। কিন্তু তার ছোট ছেলে দিয়েগো ফার্নান্দোর আইনজীবি এখন অন্য কথা বলছেন। তার দাবি, প্রয়াত ম্যারাডোনার জমানো সব অর্থের হিসেব পাওয়া যাচ্ছে না।
সেই আইনজীবি এক সাক্ষাৎকারে বলেছেন, ৭৫ মিলিয়ন ডলার নিয়ে কথা হয়েছে। তবে একটি ঘরে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলিতে মাত্র ৪ মিলিয়ন ডলারের হিসেব পাওয়া গেছে। সেই হিসেবের মধ্যে একটি পুরানো বাড়ি এবং দুটি গাড়ি আছে।
তিনি আরও বলেন, ম্যারাডোনা প্রচুর অর্থ উপার্জন করেছে। তবে সমস্যা হল সব অর্থ তার কাছে ছিল না। খরচের সব তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি কোন খাতে টাকা ব্যয় করেছেন, এর কোনো হিসেব কারো কাছে নেই! ফলে ম্যারাডোনার কাছে আদৌ কত টাকা ছিল, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।
বেঁচে থাকার সময় অনেক বিতর্কে জড়িয়েছিলেন ‘হ্যান্ড অব গড’। এখন মৃত্যুর পরেও এই প্রবাদপ্রতিমকে ঘিরে একের পর এক বিতর্ক লেগেই আছে। লোকটা যেন চির ঘুমে যাওয়ার পরেও শান্তি পাচ্ছেন না!