spot_img

মিয়ানমারের দুই ঊর্ধতন সেনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত দুই ঊর্ধতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) মিয়ানমারের লেফটেন্যান্ট জেনারেল মো মিন্ত তুন এবং জেনারেল মং মং কিয়াওয়ের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন কোষাগার বিভাগ। সেনা শাসনের পতন ঘটিয়ে অবিলম্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সামরিক জান্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন কোষাগার বিভাগ।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ায় এবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভি’র পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।

এদিকে, অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করতে সোমবার মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে বন্দীদের মুক্তি দেয়ার এবং সহিংসতা বন্ধের আহবানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ