spot_img

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৭

অবশ্যই পরুন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছাকাছি সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) ঘটা দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন।

বিবৃতির মাধ্যমে মুখপাত্র ইবিকুনলে দারামোলা বলেন, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচ ক্র্যাফট কিংএয়ার বি-৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়। মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিতি।

দারামোলা বলেছিলেন, দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে জল কামান ব্যবহার করা হচ্ছে। এছাড়া চারপাশে অনেক মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়।

বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি বলেন, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং সামরিক বাহিনীর তদন্তে কী ফলাফল আসে তা জানতে অপেক্ষা করতে হবে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ